রাশিয়ায় ভূমিকম্প, আলাস্কায় বাড়তে পারে সমুদ্রের জলস্তর
আলাস্কা, ৩০ জুলাই (হি.স.): আমেরিকার আলাস্কা অঞ্চলে বাড়তে শুরু করেছে সমুদ্রের জলস্তর। বুধবার সকালে রাশিয়ায় কম্পন অনুভূত হয়। জানা যায়, এর প্রভাব পড়বে জাপান-সহ আমেরিকার কিছু অঞ্চলে। দেওয়া হয় সুনামি সতর্কতা। প্রাথমিক ভাবে জাপানের তরফে জানানো হয়েছিল,
রাশিয়ায় ভূমিকম্প, আলাস্কায় বাড়তে পারে সমুদ্রের জলস্তর


আলাস্কা, ৩০ জুলাই (হি.স.): আমেরিকার আলাস্কা অঞ্চলে বাড়তে শুরু করেছে সমুদ্রের জলস্তর। বুধবার সকালে রাশিয়ায় কম্পন অনুভূত হয়। জানা যায়, এর প্রভাব পড়বে জাপান-সহ আমেরিকার কিছু অঞ্চলে। দেওয়া হয় সুনামি সতর্কতা।

প্রাথমিক ভাবে জাপানের তরফে জানানো হয়েছিল, সমুদ্রে ২ মিটার পর্যন্ত জলস্তর বাড়বে। পরে জানানো হয় জলস্তর বাড়বে ৩ মিটার পর্যন্ত।এদিকে হনলুলুতে সুনামি সতর্কতায় সাইরেন বাজতে শুরু করেছে। ফলে আতঙ্কিত হয়ে অনেকে রাস্তায় নেমে এসেছেন। তৈরি হয়েছে তীব্র যানজট। পেরুতে নতুন করে সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। আলাস্কা অঞ্চলে জলস্তর বাড়তে পারে ৩-৪ মিটার পর্যন্ত। উপকূলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমুদ্রের জলস্তর বাড়তেও শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande