মুম্বই, ৩১ জুলাই (হি.স.): মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছে বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার আদালত জানায়, কেবল সন্দেহের বশে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে নয় বলেও জানায় আদালত।
আদালতের এই রায় ঘোষণার পরই কংগ্রেসের সমালোচনা করেছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মালেগাঁও মামলায় হিন্দুদের ফাঁসানোর জন্য কংগ্রেসের উচিত দেশের সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া। উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর এল মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়। সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। মূল অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে বোমা বানানোর কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে বিশেষ আদালত। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা সিং, লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত এবং অন্যান্যদের সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করেছে এনআইএ আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা