নয়াদিল্লি, ৩১ জুলাই (হি. স.) : যান্ত্রিক ত্রুটির জেরে দিল্লি থেকে উড়তেই পারল না এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
জানা গিয়েছে, এদিন এআই ২০১৭ বিমানটির দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। এরপরই সেটাকে বাতিল ঘোষণা করা হয়। এরপর উড়ানটিকে দিল্লি বিমানবন্দরের পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। তবে উড়ানটিতে ঠিক কী ত্রুটি দেখা দিয়েছিল, তা বিমান সংস্থার তরফে জানানো হয়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি