চেন্নাই, ৪ জুলাই (হি.স.): সম্প্রতি মুক্তির জন্য অপেক্ষারত ছবি , রুট: রানিং আউট অফ টাইম প্রসঙ্গে শুক্রবার তাঁর সমাজমাধ্যম পোস্টে বলিউড অভিনেতা অপার্শক্তি খুরানা বলেছেন , এই ছবি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় থ্রিলার ছবি হিসাবে দর্শকদের মনে জায়গা করে নেবে। এর আগেও বলিউড চলচ্চিত্র স্ত্রী-২ এবং জুবিলী সিরিজে অভিনয়ের পর তামিল ছবিতে পা রাখলেন তিনি। এই ছবিতে অভিনয় করতে পেরে অভিনেতা রীতিমতো আপ্লুত।
অপার্শক্তির তামিল ছবিতে পদার্পন ভক্তদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে ইতিমধ্যেই। এর অনন্য কাহিনী এবং প্রতিভাবান অভিনেতাদের উপস্থিতি , 'রুট: রানিং আউট অফ টাইম' দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক