উইম্বলডন ২০২৫: ৫ জুলাইয়ের সময়সূচী: পুরুষদের ডাবলসে নামছেন ৩ জন ভারতীয়
লন্ডন, ৫জুলাই (হি.স.): লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে পুরুষদের এককের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর লক্ষ্যে থাকবেন জ্যানিক সিনার এবং নোভাক জোকোভিচ । জোকোভিচ তাঁর স্বদেশী মিওমির কেকমানোভিচের মুখোমুখি হওয়ার আগ
উইম্বলডন ২০২৫:  ৫ জুলাইয়ের সময়সূচী:   সিনার, সোয়াটেক এবং জোকোভিচ গতি ধরে রাখার চেষ্টা করবেন,পুরুষদের ডাবলসে নামছেন তিনজন ভারতীয়


লন্ডন, ৫জুলাই (হি.স.): লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ দিনে পুরুষদের এককের চতুর্থ রাউন্ডে পৌঁছানোর লক্ষ্যে থাকবেন জ্যানিক সিনার এবং নোভাক জোকোভিচ । জোকোভিচ তাঁর স্বদেশী মিওমির কেকমানোভিচের মুখোমুখি হওয়ার আগে সিনার স্প্যানিয়ার্ড পেদ্রো মার্টিনেজের মুখোমুখি হবেন।

মহিলাদের একক বিভাগে, ইগা সোয়াটেক এবং ড্যানিয়েল কলিনস সেন্টার কোর্টে মুখোমুখি হতে চলেছেন। বর্তমান চ্যাম্পিয়ন বারবারা ক্রেজিকোভা তার শিরোপা ধরে রাখার লক্ষ্যে আমেরিকান এমা নাভারোর সঙ্গে টাইয়ের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে ৩ জন ভারতীয় খেলছেন। এন. শ্রীরাম বালাজি এবং তাঁর সঙ্গী মিগুয়েল রেয়েস-ভারেলা মার্সেল গ্রানোলার্স এবং হোরাসিও জেবালোসের বিরুদ্ধে খেলবেন, অন্যদিকে রিথভিক বলিপাল্লি এবং নিকোলাস ব্যারিয়েন্টোস ব্রিটিশ জুটি জো স্যালিসবারি এবং নিল স্কুপস্কির বিরুদ্ধে খেলবেন। ইউকি ভামরিও রবার্ট গ্যালোওয়ের সঙ্গে নুনো বোর্জেস এবং মার্কোস গিরনের বিরুদ্ধে খেলবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande