স্মিথ-ব্রুকের সেঞ্চুরির পরও ভারতের বড় লিড
কলকাতা, ৫ জুলাই (হি.স.) : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৪। ৩৮ বলে ৬ টি চারে ২৮ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ১৮ বলে এক চারে ৭ রানে খেলছেন কারুণ নায়ার। টি-২০ মেজাজে ব্যাটিং করে ২২ বলে ২৮ রা
স্মিথ-ব্রুকের সেঞ্চুরির পরও ভারতের বড় লিড


কলকাতা, ৫ জুলাই (হি.স.) : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৪। ৩৮ বলে ৬ টি চারে ২৮ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ১৮ বলে এক চারে ৭ রানে খেলছেন কারুণ নায়ার। টি-২০ মেজাজে ব্যাটিং করে ২২ বলে ২৮ রান করে আউট হন জয়সওয়াল।

এর আগে ৩০৩ রানের রেকর্ড জুটিতে ভারতকে ভাবনায় ফেলে দিয়েছিলেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ভারতের ৫৮৭ রানের উত্তর দিতে গিয়ে এই দুই ব্যাটার অনেক বড় আশা জাগিয়েছিলেন ইনল্যান্ডকে প্রথম ইনিংসে এগিয়ে দেওয়ার। কিন্তু মহম্মদ সিরাজ ও আকাশ দিপের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত বড় রান করতে পারেনি ইনল্যান্ড, শেষ পর্যন্ত ১৮০ রানে লিড পেল ভারতই। দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ভারত ২৪৪ এগিয়ে রানে।

দিনের শুরুতে জোড়া উইকেট হারালেও এক সময়ে ৫ উইকেটে ৩৮৭ রানের দৃঢ় ভিত পায় ইংল্যান্ড। সেখান থেকে মাত্র ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪০৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ১০ উইকেট ভাগ করে নেন ভারতের দুই পেসার সিরাজ(৬) ও আকাশ দিপ(৪)। তাঁদের হাত ধরে ১৮০ রানের বড় লিড পায় সফরকারীরা। দুই সেঞ্চুরিয়ান স্মিথ ও ব্রুকের বাইরে স্বাগতিকদের আর কেউ দু অঙ্কে রান করতে পারেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande