ফিরছে কিঁউকি সাস ভি কভি বহু থি , তুলসীর চরিত্রে ফিরছেন স্মৃতি ইরানি
মুম্বই, ৮ জুলাই (হি.স.): ভারতীয় টেলি জগতে এবার নতুন মোড়। বিখ্যাত প্রযোজক একতা কাপুরের হাত ধরে ছোটপর্দায় ফিরছে কিঁউকি সাস ভি কভি বহু থি। এবার নতুন রূপে, নতুন ভাবে ফিরছেন তুলসী ওরফে স্মৃতি ইরানি। ২০০০ সালে টেলিপর্দায় জনপ্রিয় ধারাবাহিক ''কিউঁ কি সাস ভ
ফিরছে কিঁউকি সাস ভি কভি বহু থি , তুলসীর চরিত্রে ফিরছেন স্মৃতি ইরানি


মুম্বই, ৮ জুলাই (হি.স.): ভারতীয় টেলি জগতে এবার নতুন মোড়। বিখ্যাত প্রযোজক একতা কাপুরের হাত ধরে ছোটপর্দায় ফিরছে কিঁউকি সাস ভি কভি বহু থি। এবার নতুন রূপে, নতুন ভাবে ফিরছেন তুলসী ওরফে স্মৃতি ইরানি। ২০০০ সালে টেলিপর্দায় জনপ্রিয় ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক দর্শকমনে এক অন্য জায়গা তৈরি করেছিল। নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় তুলসী ও মিহিরের দাম্পত্যের রসায়ন রীতিমতো উপভোগ করতেন দর্শক।তবে ২০০৮ সালে বন্ধ হয় এই জনপ্রিয় ধারাবাহিকে সম্প্রচার।

তবে পথচলা শেষ হলেও দর্শকের স্মৃতির পাতায় আজও উজ্জ্বল 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকের নানা স্মৃতি। ১৭ বছর পর ফের পর্দায় আসছে সেই ম্যাগনাম ওপাস। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে তুলসীর লুক। এবার ঘোষণা হল 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' সম্প্রচারের দিনক্ষণ।দর্শক এবার তুলসী হিসাবে পর্দায় ফিরছেন অভিনেত্রী তথা ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল ,২৫ বছর পরে তুলসী ভিরানি ফিরছে একটা নতুন গল্প নিয়ে ' । এবার শুরু হল এই জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande