নাইরোবি, ৮ জুলাই (হি.স.): সরকার-বিরোধী বিক্ষোভে জ্বলছে কেনিয়া। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। সরকারিভাবে নিহতের সংখ্যা ১১ হলেও বেসরকারি হিসেবে সংখ্যাটা ২৯। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৫৬৭ জন বিক্ষোভকারীকে।
একটি বিতর্কিত আর্থিক বিলকে কেন্দ্র করে গত বছর থেকেই সরকার-বিরোধী আন্দোলন শুরু হয়েছিল আফ্রিকার এই দেশে। চাপের মুখে অবশেষে সরকার সেই বিল প্রত্যাহার করে। তবে সম্প্রতি পুলিশি হেফাজতে এক শিক্ষক এবং পুলিশের গুলিতে রাস্তার এক হকারের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ফের ক্ষোভ বাড়তে শুরু করে। সোমবার রাজধানী নাইরোবিতে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামলে জলকামান আর কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক