মার্কিন শুল্কের জেরে দেশের চা শিল্পে সংশয়
কলকাতা, ১ আগস্ট, (হি.স.): ভারতীয় পণ্যে আমেরিকার চাপানো ২৫ শতাংশ শুল্কের জেরে দেশের কোন কোন শিল্পক্ষেত্র কী রকম প্রভাব পড়তে পারে, তার হিসাব কষা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ভারতের চা শিল্পে প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারত থেকে উচ্চমানের স্পেশালিট
মার্কিন শুল্কের জেরে দেশের চা শিল্পে সংশয়


কলকাতা, ১ আগস্ট, (হি.স.): ভারতীয় পণ্যে আমেরিকার চাপানো ২৫ শতাংশ শুল্কের জেরে দেশের কোন কোন শিল্পক্ষেত্র কী রকম প্রভাব পড়তে পারে, তার হিসাব কষা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ ভারতের চা শিল্পে প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারত থেকে উচ্চমানের স্পেশালিটি টি, ব্ল্যাক টি এবং হোয়ইট টি যায় আমেরিকায়। এই শুল্কের জেরে সেই রফতানির পরিমাণ কমতে পারে।

যদিও চা শিল্পের সঙ্গে জড়িত এক সংস্থার কর্তা রুদ্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভারত থেকে যে মানের চা রফতানি হয়, তা অন্য দেশ থেকে পাওয়া কঠিন। তাই আমেরিকার চা আমদানিকারী সংস্থাগুলি এ ব্যাপারে ভারত নির্ভরতা কমাতে পারবেন না বলেই মনে করছেন তিনি। আমেরিকার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও পশ্চিমবঙ্গের চায়ের বড় বাজার রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েক রকমের পণ্য রপফতানি করা হয় আমেরিকা-সহ বিভিন্ন দেশে। ট্রাম্পের শুল্কের জেরে সেই সব সেক্টরেও চাপ বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande