গাজা, ১১ আগস্ট (হি.স.): ইজরায়েলের হামলায় কমপক্ষে পাঁচ জন আল জাজিরার সাংবাদিক নিহত হলেন।
আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন তাদের সাংবাদিক আনাস আল-শরিফ, মহম্মদ ক্রিইকেহ, চিত্র সাংবাদিক ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নওফাল। এই হামলার দায় অস্বীকার করেনি ইজরায়েলের সেনাবাহিনী। বরং তাদের দাবি, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজন হামাস সদস্য।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়, ২৮ বছরের আনাস আল-শরিফ হামাসের একটি জঙ্গি সেলের প্রধানের দায়িত্বে ছিলেন। তাই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ২২ মাস ধরে যুদ্ধ বিধ্বস্ত এই ভূখণ্ডে অন্তত ২০০ সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ