টেক্সাস, ১২ আগস্ট (হি.স.): আমেরিকার টেক্সাস প্রদেশের অস্টিনে সোমবার এক বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে একটি বিপণির পার্কিংয়ে। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরে ওই বন্দুকবাজ পর পর দু’টি গাড়ি চুরি করে শহরের অন্য প্রান্তে পালিয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করে।
অস্টিন পুলিশ প্রধান জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। এর মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যদিও নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মানসিক-স্বাস্থ্যের ‘সমস্যা’ রয়েছে। দক্ষিণ অস্টিনে তাকে গ্রেফতার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ