মঙ্গলবারও নিয়ন্ত্রণে আসেনি লা মেডুলা জাতীয় উদ্যানের দাবানল
মাদ্রিদ, ১২ আগস্ট (হি.স.): প্রবল গরমে পুড়ছে উত্তর স্পেনের একটা বড় অংশ। তার মধ্যেই বিস্তীর্ণ বনাঞ্চলের দাবানল আরও আতঙ্ক বাড়াচ্ছে। লা মেডুলা জাতীয় উদ্যানের আগুন মঙ্গলবারও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। আশপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করে দিতে হয়েছে।
মঙ্গলবারও নিয়ন্ত্রণে আসেনি লা মেডুলা জাতীয় উদ্যানের দাবানল


মাদ্রিদ, ১২ আগস্ট (হি.স.): প্রবল গরমে পুড়ছে উত্তর স্পেনের একটা বড় অংশ। তার মধ্যেই বিস্তীর্ণ বনাঞ্চলের দাবানল আরও আতঙ্ক বাড়াচ্ছে। লা মেডুলা জাতীয় উদ্যানের আগুন মঙ্গলবারও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। আশপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করে দিতে হয়েছে।

দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, শুষ্ক হাওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন তিনজন দমকলকর্মী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande