মুম্বই, ১৩ আগস্ট (হি.স.): বুধবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর ৬২ তম জন্মবার্ষিকী। তাঁর স্মৃতিচারণায় স্বামী বনি কাপুর এদিন সামাজিক মাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করেন। অভিনেত্রীর ২৬তম জন্মদিন উপলক্ষে তোলা হয়েছিল সেই ছবিটি।
ছবির সঙ্গে তিনি লিখেছেন , ছবিটি তোলা হয় ১৯৯০ সালে। সেদিন চেন্নাইতে উদযাপিত হচ্ছিলো তাঁর ২৬ তম জন্মদিন। জন্মদিনের পার্টিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। তিনি আরও বলেন , এই ছবি মনে করিয়ে দেয় দিন অতিবাহিত হলেও তাঁর রূপ ও সৌন্দর্য ছিল অটুট।
উল্লেখ্য , চাঁদনি', 'মিস্টার ইন্ডিয়া', 'লমহে', 'সদমা' এবং 'ইংলিশ ভিংলিশ'-এর মতো ছবির মাধ্যমে তিনি জিতে নিয়েছিলেন দর্শকদের মন। ১৯৬৩ সালে ১৩ আগস্ট চেন্নাইয়ের এগমোরে তাঁর জন্ম। ২০১৮ সালে তাঁর অকাল মৃত্যুতে যেমন ব্যথিত হয়েছে তাঁর পরিবার , তেমনিই শোকের ছায়া নেমেছিল দর্শকমহলেও। এদিন বনি কাপুরের সঙ্গে অভিনেত্রীর স্মৃতিচারণায় ডুবেছেন তাঁর অনুরাগীরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক