প্রধানমন্ত্রীর হাতেই মেট্রো রেলের নতুন পথের সূচনাকে ঘিরে ব্যস্ততা
কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : এ পর্যন্ত উদ্বোধনের অপেক্ষায় দেশের বৃহত্তম জয় হিন্দ মেট্রো স্টেশন। চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। সুতরাং হাতে আর মাত্র ৩ দিন। ২২ আগস্ট দেশের বৃহত্তম ও এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো রেল স্টেশন তথা জয় হিন্দ
প্রধানমন্ত্রীর হাতেই মেট্রো রেলের নতুন পথের সূচনা


কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : এ পর্যন্ত উদ্বোধনের অপেক্ষায় দেশের বৃহত্তম জয় হিন্দ মেট্রো স্টেশন। চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। সুতরাং হাতে আর মাত্র ৩ দিন। ২২ আগস্ট দেশের বৃহত্তম ও এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো রেল স্টেশন তথা জয় হিন্দ মেট্রো রেল স্টেশন এবং কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন সহ কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কলকাতা মেট্রো রেলের তিন প্রকল্পকে ঘিরে শুরু হয়েছে শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি পর্বের কাজকর্ম। উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হলুদ লাইনের নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রেল প্রকল্পের সূচনা হয়। এদিকে, আগামী ২২ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও নীতিগত ভাবে একাধিক কারণেই মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর।

প্রধানমন্ত্রীর হাতে নোয়াপাড়া-জয় হিন্দ মেট্রো প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিকে সামনে রেখে সোমবার সকাল থেকেই যশোহর রোড স্টেশন চত্বরে শুরু হয়েছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। স্টেশনের সামনের অংশে শুরু হয়েছে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি চলছে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর কাজ। এদিন দুপুর ১২টা নাগাদ নোয়াপাড়া থেকে জয় হিন্দ স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রায়াল রানে চার স্টেশনের সব দিক খতিয়ে দেখলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি সহ ভারপ্রাপ্ত বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরাও।কলকাতা সহ বৃহত্তর শহর ও শহরতলি থেকে মেট্রো রেলে চেপেই জয় হিন্দ মেট্রো স্টেশন হয়ে সরাসরি যাত্রীরা পৌছে যেতে পারবেন কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে। একদিকে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ - দক্ষিণেশ্বর লাইনের যাত্রীরা নোয়াপাড়া স্টেশনে নেমে আবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে পারবেন মেট্রো রেলে চেপেই। যাত্রী পরিষেবা শুরু হলে নোয়াপাড়া-জয় হিন্দ রুটের সঙ্গে একদিকে যেমন যুক্ত হবে কবি সুভাষ স্টেশন, তেমনি অন্যদিকে যুক্ত হবে বারাসত পর্যন্ত। মেট্রো রেল সূত্রের খবর, নোয়াপাড়া- জয় হিন্দ রুটে ন্যূনতম ভাড়া হবে ৫ টাকা। কলকাতা বিমানবন্দর ‘জয় হিন্দ’ থেকে যশোহর রোড পর্যন্ত ৫ টাকা, দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া ১০ টাকা এবং প্রান্তিক স্টেশন নোয়াপাড়া পর্যন্ত ভাড়া ২০ টাকা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande