মালয়েশিয়ায় সাম্মানিক ডক্টরেট পেলেন মুহাম্মদ ইউনূস
কুয়ালালামপুর, ১৩ আগস্ট (হি.স.): বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সাম্মানিক ডক্টরেট দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আচ
মালয়েশিয়ায় সাম্মানিক ডক্টরেট পেলেন মুহাম্মদ ইউনূস


কুয়ালালামপুর, ১৩ আগস্ট (হি.স.): বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সাম্মানিক ডক্টরেট দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আচার্যের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির শংসাপত্র নেন মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা প্রসারে মুহাম্মদ ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনূস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande