পুরীর জগন্নাথধামে জঙ্গি হামলার হুমকি
পুরী, ১৩ আগস্ট (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হল দেওয়ালে লিখে। বুধবার জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে হেরিটেজ করিডরের কাছে অন্য একটি মন্দিরের দেওয়ালে লেখা ওই হুমকি নজরে আসে। স্থানীয় লোকজন দ্রুত তা মুছে দেন। বিস্ফোরণে মন্দির ধ্বংস
পুরীর জগন্নাথধাম


পুরী, ১৩ আগস্ট (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হল দেওয়ালে লিখে। বুধবার জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে হেরিটেজ করিডরের কাছে অন্য একটি মন্দিরের দেওয়ালে লেখা ওই হুমকি নজরে আসে। স্থানীয় লোকজন দ্রুত তা মুছে দেন। বিস্ফোরণে মন্দির ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে কিছু ফোন নম্বর লেখা ছিল। বলা হয়েছিল, ফোন করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ওই লেখায় ছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেই হেরিটেজ করিডরের বেশ কিছু বাতি ভাঙা অবস্থায় মিলেছে।

পুলিশি নিরাপত্তা ও ক্যামেরার নজরদারিতে থাকা ওই এলাকায় এমনটা ঘটল কী করে, সেই প্রশ্ন উঠছে। তবে প্রাথমিক তদন্তে ভুয়ো হুমকি বলেই মনে করছে পুলিশ। অবশ্য বিষয়টি লঘু করে দেখা হচ্ছে না বলেও জানানো হয়েছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande