বহরমপুর, ১৮ আগস্ট (হি.স.): সাগরদিঘিতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। কোনও রকমে প্রাণরক্ষা যাত্রীদের। সোমবার সকালে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড়ে চলন্ত বাসে আগুন লাগে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল বাসটি। আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ।
জানা গেছে, বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়া বাসটিতে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে সময়োচিত তৎপরতায় প্রাণে রক্ষা পান যাত্রীরা। বাস থামতেই যাত্রীরা হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন। কেউ আহত না হলেও ভয় ও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিকে রাস্তার পাশেই নিরাপদে রাখা হয়েছে এবং দমকলকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ