আগরতলা, ১৮ আগস্ট (হি.স.) : মহিলাদের স্বশক্তিকরণের জন্য অর্থাৎ গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ২ হাজার কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার। সোমবার আগরতলয় মুক্তধারা অডিটোরিয়াম মহিলা কমিশন আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।
তিনি বলেন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যেই সরকার মহিলাদের স্বশক্তিকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যেই স্বসহায়ক গোষ্ঠীগুলিকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চায়েতের মাধ্যমে মহিলা ক্ষমতায়ন ও স্বশক্তিকরণের বিষয়টিও তুলে ধরেন তিনি।
মন্ত্রী টিংকু রায় আরও বলেন, মহিলারা যাতে মানসিকভাবে নিজেকে দুর্বল না ভাবেন সেই ক্ষেত্রে নিজেকে তৈরি করা লক্ষ্যে কাজ করতে হবে। কারণ মহিলারা কোন অংশে পুরুষ থেকে পিছিয়ে নেই। 'অপারেশন সিঁদুর' থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ও দেশ পরিচালনার বিভিন্ন দিক দিয়ে মহিলারা কতটা এগিয়ে রয়েছে সেই চিত্র তুলে ধরেন মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মণ, টিএনজিসিএল- এর ম্যানেজিং ডিরেক্টর প্রলয় পাত্রা। এছাড়া উপস্থিত ছিলেন টিএনজিসিএল ও মহিলা কমিশনের পদাধিকারীরা। অনুষ্ঠানে মহিলা কমিশনের প্রশিক্ষণ নেওয়া ১২০ জনের হাতে সেলাই মেশিন প্রদান করা হয়। টিএনজিসিএল এর আর্থিক সহায়তায় এই সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ