কলকাতা, ১৮ আগস্ট ( হি.স.) : কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে সোমবার ডেঙ্গু নিয়ে জরুরি বৈঠক হল। মেয়র পারিষদ(স্বাস্থ্য) ও ডেপুটি মেয়র অতীন ঘোষ এদিন এক সাংবাদিক সম্মেলনে জানান, এই মূহুর্তে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জন্য মোট ১৮- টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে পুজো কমিটিগুলো' কে সতর্ক করে দেওয়া হয়েছে। একটি বিশেষ নজরদারি কমিটিও গড়ে তোলা হয়েছে। পুজোর সময় ওই দিনগুলিতে কড়া নজর রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বাঁশ দিয়েই মন্ডপ গড়া হয়ে থাকে। বাঁশের কাটা অংশে জল জমতে পারে। কাপড় দিয়ে ওই মুখ বন্ধ করতেই হবে পুজো উদ্যোক্তাদের। উল্লেখ্য, ৭টি ওয়ার্ড ডেঙ্গু প্রবণ বলে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হল - ২৯০ জন। সুতরাং ইতবছরের চেয়েই বেশি। গতবছর তা ছিল - ২৫৫ জন। উল্লেখ্য, যদিও ২০২৩ সালে - ৬৭২ জনের শরীরে ডেঙ্গু রোগের পজিটিভ মেলে। এদিকে, ১১ টি ওয়ার্ডকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং চলতি বছরে ১,১৫৬ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। বিগত দিনের তুলনায় তা - ৬০% কম জানায় পুরসভার স্বাস্থ্য দফতর। গত বছর ছিল - ১,৩৫৮ জন এবং ২০২৩ সালের হিসেব - ২,৮৮৮জন ম্যালেরিয়া আক্রান্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত