স্বস্তির বৃষ্টি কলকাতায়, উত্তরবঙ্গের ৫টি জেলায় সতর্কতা
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): কখনও রোদ, আবার কখনও বৃষ্টি। সোমবার পর্যন্ত আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর মঙ্গলবার সকাল থেকে বদলে গেল আবহাওয়া। এদিন সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন
সক্রিয় ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): কখনও রোদ, আবার কখনও বৃষ্টি। সোমবার পর্যন্ত আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর মঙ্গলবার সকাল থেকে বদলে গেল আবহাওয়া। এদিন সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে গরমের অস্থিরতাও নেই। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য রয়েছে হলুদ সতর্কতা। বুধবারও ওই জেলাগুলিতে রয়েছে সতর্কতা। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণের সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তার মধ্যে ওই দু’দিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ২৪, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামী শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরের পাঁচ জেলায়— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande