নদিয়া, ১৯ আগস্ট, (হি.স.) : বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বধূ। সেই রাগে স্ত্রীর কান টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরে। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই মহিলা। তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, সোমবার রাতে এক পর্যায়ে দাম্পত্য কলহ চরম আকার নেয়। সেই সময়ই নাকি স্ত্রী ছবির কান টেনে ছিঁড়ে নেন টিঙ্কু। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে যায়। এরপর বধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার সকালে মহিলা স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের খোঁজে পুলিশ। গুণধর স্বামীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বধূ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত