নেপালি ভাষার অবমাননায় ক্ষুব্ধ এবিভিপি, সিকিম বিশ্ববিদ্যালয়ের কাছে পদক্ষেপের দাবি
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): ভাষা মান্যতা দিবসের ঠিক আগে নেপালিকে বিদেশী ভাষা হিসাবে উল্লেখ করে সিকিম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের করা লজ্জাজনক ও অবমাননাকর মন্তব্যের জন্য গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
এবিভিপির ক্ষোভ


কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): ভাষা মান্যতা দিবসের ঠিক আগে নেপালিকে বিদেশী ভাষা হিসাবে উল্লেখ করে সিকিম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের করা লজ্জাজনক ও অবমাননাকর মন্তব্যের জন্য গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ক্ষোভ প্রকাশ করে এবিভিপি জানিয়েছে, এই ধরনের মন্তব্য শুধুমাত্র অসংবেদনশীল এবং অজ্ঞতাপূর্ণ নয়, বরং ভারত জুড়ে লক্ষ লক্ষ নেপালি-ভাষী মানুষের অনুভূতির সম্পূর্ণ অপমান।

এবিভিপি আরও জানিয়েছে, নেপালি কোনও বিদেশী ভাষা নয়। এটি সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, অসম, মণিপুর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ-সহ ভারতের বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ নাগরিকের মাতৃভাষা। গোর্খা সমাজ এবং অন্যান্য অংশীদারদের নিরলস সংগ্রাম এবং ত্যাগের ফলে ১৯৯২ সালে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে নেপালিদের স্বীকৃতি দেওয়া হয়েছিল।

এবিভিপি দৃঢ়ভাবে দাবি করেছে, কোনও সরকারি ভারতীয় ভাষার মর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং সংবেদনশীল বিবৃতি সহ্য করা যাবে না। আমাদের দেশের ঐক্য ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর বিকশিত হয়। সিকিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত নির্ধারিত ভাষার প্রতি সম্মান বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande