কৈলাসহর (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরের প্রাচীন চা-বাগান মনুভ্যালী টি এস্টেট-এর ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বাগান কর্তৃপক্ষ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনুভ্যালীর চাপাতার প্যাকেটের সঙ্গে হুবহু মিলিয়ে নকল হলোগ্রাম তৈরি করে চা বিক্রি করছে।
প্রবীর দে বলেন, “মনুভ্যালীর চাপাতা শুধু ত্রিপুরায় নয়, বাইরেও একটি পরিচিত নাম। অথচ আমাদের সুনামকে কাজে লাগিয়ে একদল দালালচক্র নকল হলোগ্রাম ব্যবহার করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে। ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রকৃত কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও জানান, সম্প্রতি কৈলাসহর ও তার আশপাশের বাজার থেকে বেশ কয়েকটি নকল হলোগ্রামযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনা চা শিল্পের জন্য যেমন ক্ষতিকর, তেমনি রাজ্যের কৃষক ও শ্রমিকদের আয়কেও প্রভাবিত করছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das