কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) :বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে ডুরান্ড কাপ সেমিফাইনালের টিকিট মিলবে। বৈধ প্রমাণপত্র দেখিয়েই ক্লব তাঁবুতে এসে নিতে হবে। দুপুর তিনটে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে টিকিট। উল্লেখ্য, সেমিফাইনাল খেলার জন্য সদস্যদের মধ্যেই তা বিতরণ করা হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। সাধারণ সম্পাদক রূপক সাহা'র স্বাক্ষরিত ওই নোটিশে আরো বলা হয়েছে যে, প্রথম এলে প্রথম পাবে এই ভিত্তিতেই তা দেওয়া হবে। তবে, ২০২৫-২০২৬ সদস্যপদ রিনিউ করে নিয়েছেন যাঁরা কেবল তাদের মধ্যেই বিলি করার ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে একটি করে টিকিট পাবেন প্রতি সদস্য। ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে ইমামি ইস্টবেঙ্গল সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ডায়মন্ডহারবার এফ সি'র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত