শান্তিরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন এক ব্যক্তি
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার গার্ধাংয়ের অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম লক্ষণ ত্রিপুরা (৪৫)। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় শান্তিরবাজা
মৃতদেহ উদ্ধার


শান্তিরবাজার (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার গার্ধাংয়ের অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম লক্ষণ ত্রিপুরা (৪৫)। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায় শান্তিরবাজার মহকুমার গার্ধাংয়ের অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎ এর সংস্পর্শে এসে লক্ষণ ত্রিপুরা ( ৪৫ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ এলাকার যাতায়তের রাস্তা সঠিক না থাকার কারণে লক্ষণ ত্রিপুরার মৃত্যু হয়। পরিবারের লোকজন জানান, এই এলাকায় ৫ পরিবারের ২০ জন ভোটার বসবাস করে। ভোট আসলে এলাকায় শাসক দলের লোকজনদের দেখা যায়। অন্যসময় কাউকে দেখা যায় না। একটি জমির সরু রাস্তা দিয়ে এলাকার লোকজনেরা যাতায়ত করেন। এই এলাকায় গাড়ি প্রবেশ করে না। বর্ষাকালে জমি দিয়ে যাতায়তে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়।

লক্ষণ ত্রিপুরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অনেকগুলি গাড়ির চালককে কল করা হয়েছে। সময় মত গাড়ি না আসায় খবর দেওয়া হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের। পরিবারের লোকজনের অভিযোগ ফোন করার ৩০ মিনিট পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছালে বা রাস্তা ঠিক থাকলে লক্ষণ ত্রিপুরার মৃত্যু হত না। সঠিক সময় চিকিৎসা পরিষেবা প্রদান করলে লক্ষণ ত্রিপুরা বেঁচে যেতেন বলে জানান পরিবারের লোকজনেরা।

পরিবারের লোকজনের অভিযোগ এই রাস্তা ঠিক করার জন্য স্থানীয় নেতৃত্ব, প্রধান, মেম্বারদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা খারাপ হওয়ার কারণে তিন সন্তান তাদের পিতাকে হারিয়েছে। গৃহবধূ তাঁর স্বামীকে হারিয়েছন। মঙ্গলবার শান্তিরবাজার জেলহাসপাতাল থেকে লক্ষণ ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। লক্ষণ ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande