আগরতলা, ১৯ আগস্ট (হি.স.) : সোমবার গভীর রাতে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। দশমীঘাটের জয়নগরের বাসিন্দা তপন মিয়ার আকস্মিক মৃত্যুতে হাসপাতালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পরিবারের সদস্যদের মতে, বুকে ব্যথা অনুভব করায় সোমবার গভীর রাতে তপন মিয়াকে জিবিপি হাসপাতালে আনা হয়েছিল। তাঁকে ভর্তি করা হয়েছিল এবং কয়েক ঘন্টা পরে সুস্থ হওয়ার লক্ষণ দেখা গেছে, এমনকি কথাও বলেন।
অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ইনজেকশন দেওয়ার পর পরিস্থিতি এক করুণ মোড় নেয়। কিছুক্ষণের মধ্যেই তপন মিয়া অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবার চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। ইনজেকশনের ধরণ এবং বিষয়বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান।
তপন মিয়ার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আগেও তপন মিয়ার একই রকম স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করেছি এবং বেসরকারি ক্লিনিকে তার সফল চিকিৎসা করেছি। কিন্তু যেহেতু রাত গভীর ছিল, তাই আমরা রাজ্যের বৃহত্তম জিবিপি হাসপাতালে এসেছি। দুর্ভাগ্যবশত, ডাক্তারের অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ