কুলতলিতে আক্রান্ত প্রতিবাদী মহিলা
কুলতলি ,১৯ আগস্ট (হি.স.) : রাতভর তাস খেলা, তার সঙ্গে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ ৷ তার মাথায় ধারালো অস্ত্রের কোপ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার ১ নম্বর মধুসুদনপুরে ৷ ঘটনার জেরে কুলতলি থানায় অভিযো
কুলতলিতে আক্রান্ত প্রতিবাদী মহিলা


কুলতলি ,১৯ আগস্ট (হি.স.) : রাতভর তাস খেলা, তার সঙ্গে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত এক গৃহবধূ ৷ তার মাথায় ধারালো অস্ত্রের কোপ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার ১ নম্বর মধুসুদনপুরে ৷ ঘটনার জেরে কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে অভিযুক্তকে৷

অভিযোগ, স্থানীয় বাসিন্দা অনন্ত মন্ডলের বাড়ির সামনে সারারাত ধরে চলছিল তাস খেলা ৷ ভোররাতে তাসখেলা চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলা বাধে ৷ তা নিয়ে শুরু হয় উত্তেজনা ও গালিগালাজ ৷ চিৎকার চেঁচামেচিতে থাকতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এর প্রতিবাদ করেন অনন্ত মন্ডলের স্ত্রী নীলিমা মন্ডল ৷ সেইসময় সরবিন্দু গায়েন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ ৷ বৌদিকে বাঁচাতে এসে আক্রান্ত হন দেওর শান্ত মন্ডলও ৷ চিৎকারের আওয়াজে অন্যান্য প্রতিবেশীরা বেরিয়ে এলে তাদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে সরবিন্দু গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাল্টা সরবিন্দুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande