উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় মৃত বাইক আরোহী
হরদই, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের হরদই জেলার ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার সকালে কাসিমপুর থানার অন্তর্গত এলাকার কাছে। পুলিশ সূত্রে জানা গেছে,হরদই জেলার ফতেহপুর এলাকার বাসিন্দা সারুফ (২৬) শ্রমিকের কাজ করতেন। মঙ
দুর্ঘটনা


হরদই, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের হরদই জেলার ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার সকালে কাসিমপুর থানার অন্তর্গত এলাকার কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে,হরদই জেলার ফতেহপুর এলাকার বাসিন্দা সারুফ (২৬) শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে তাঁর বন্ধু জায়েদকে (২০) নিয়ে সানডিলা মেলা দেখতে যাচ্ছিলেন। পথে সানডিলা-মল্লাওয়ান রোডের গওসাপুর সেতুর কাছে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত সারুফ ঘটনাস্থলেই প্রাণ হারায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।আহত জায়েদকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক। ট্রাকটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande