উদয়পুর (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের মহারানী এলাকা থেকে দিন দুপুরে প্রকাশ্যে অপহরণ করা হয়েছে শ্রমিককে। শ্রমিকের নাম সজল দে। মহারানী এলাকায় গ্যাসের পাইপ লাইনের কাজ করেন তিনি। সজল দে ছিলেন হেড মিস্ত্রী।
মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পারভেজ খান নামে এক ঠিকাদারের নেতৃত্বে চারজন বোলেরো গাড়ি নিয়ে এসে সজল দেকে অপহরণ করে উদয়পুরের নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে আটকে রাখে। পারভেজ খান সিপাহীজলা জেলার সোনামুড়ায় নেপকোতে কর্মরত এবং পেশায় একজন ঠিকেদার। তার নেতৃত্বে হেড মিস্ত্রী সজল দেকে মহারানী থেকে তোলে নিয়ে আটকে রাখা হয়। তবে কি কারণে আটকে রাখা হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
বিকাল সাড়ে তিনটা নাগাদ আর কে পুর থানার পুলিশের সহযোগিতায় সজল দেকে উদ্ধার করা হয়। তবে এক্ষেত্রে পুলিশ কাউকে আটক কিংবা কোন ধরনের মামলা গ্রহণ করেনি। দিন দুপুরে প্রকাশ্যে শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় উদয়পুর শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ