শ্রীভূমি (অসম), ১৯ আগস্ট (হি.স.) : শ্রীভূমি জেলায় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পিএম পোষণের (মিড-ডে মিল) চাল বরাদ্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এ খবর দিয়ে এক বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে, এই চাল শিক্ষা সেতু অ্যাপের উপস্থিতি অনুসারে ছাত্রছাত্রীপিছু দৈনিক ক শ্রেণি এবং নিম্ন প্রাথমিক পর্যায়ে ১০০ গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ১৫০ গ্রাম করে বরাদ্দ করা হয়েছে।
এই চাল জিপিএসএস এবং ডব্লিউসিসিএস নমিনিদের ৩১ আগস্টর মধ্যে ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে ও বিতরণের স্থিতি জানাতে গণবণ্টন বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস