কলকাতা, ১৯ আগস্ট, (হি.স.): সারদাকাণ্ডে তিনটি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাঙ্কশাল আদালত।
তিনটি মামলায় বেকসুর খালাস হলেও জেলমুক্তি হচ্ছে না অভিযুক্তদের। কারণ তাঁদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২০০টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র মামলাও রয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর রুজু হয়েছিল তাঁদের নামে। তিনটি মামলা মিলিয়ে প্রায় ১০-১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত