খড়্গপুর স্টেশনে দুর্ঘটনায় শিশুর মৃত্যু
পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট, (হি.স.): মঙ্গলবার খড়্গপুর স্টেশনে সাংঘাতিক দুর্ঘটনা প্রাণ কাড়ল আট বছরের এক শিশুর। প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপরে পড়ে মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, ছেলেটি
খড়্গপুর স্টেশনে দুর্ঘটনায় শিশুর মৃত্যু


পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট, (হি.স.): মঙ্গলবার খড়্গপুর স্টেশনে সাংঘাতিক দুর্ঘটনা প্রাণ কাড়ল আট বছরের এক শিশুর। প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপরে পড়ে মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

রেল পুলিশ সূত্রে খবর, ছেলেটি ভবঘুরে। বাবার সঙ্গে এই স্টেশনেই থাকত। ঘটনার সময়ে কাজে গিয়েছিলেন বাবা। ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশাহারা তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হবে বলে জানিয়েছে রেল পুলিশ।

বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর স্টেশনে। সেই কাজের সূত্রেই স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম। ওই শিশু বিমটি ধরেই খেলছিল। হঠাৎই তা তার উপরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande