অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অনুষ্ঠিত দীক্ষারম্ভ এবং লিঙ্গ সমতার কার্যক্রম
শিলচর (অসম), ১৯ আগস্ট (হি.স.) : অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে দীক্ষারম্ভ এবং এ উপলক্ষ্যে ইউজিসি-র নির্দেশিকা অনুসারে লিঙ্গ সমতার একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই কার্যক্রমের প্ৰধান বক্তা ছিলেন দর্শন বিভাগের অধ্যাপিকা ড. ম
অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের কার্যক্রম


শিলচর (অসম), ১৯ আগস্ট (হি.স.) : অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে দীক্ষারম্ভ এবং এ উপলক্ষ্যে ইউজিসি-র নির্দেশিকা অনুসারে লিঙ্গ সমতার একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই কার্যক্রমের প্ৰধান বক্তা ছিলেন দর্শন বিভাগের অধ্যাপিকা ড. মুনমুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের অধ্যক্ষ প্রফেসর শান্তি পোখরেল, অতিথি অধ্যাপক ড. কল্লোল রায়, ড. বিশ্বজিৎ রুদ্রপাল। এছাড়া বিভাগের স্নাতকোত্তর প্রথম ও তৃতীয় সত্রের ছাত্রছাত্রীগণ এবং গবেষক-গবেষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তরীয় প্রদানের মাধ্যমে ড. মুনমুন চক্রবর্তীকে বরণ করেন বিভাগীয় ছাত্রছাত্রীরা। স্বাগত বক্তব্য পেশ করেন প্রফেসর শান্তি পোখরেল। লিঙ্গ সংবেদনশীলতা ও লিঙ্গ সাম্যতা প্রসঙ্গে ড. মুনমুন চক্রবর্তী বলেন, ‘আমাদের পরিবারেই আমরা দেখে থাকি, মেয়ে এবং মহিলাদের শুধুমাত্র গৃহকর্মেই আবদ্ধ করে রাখার একটা প্রয়াস চলে। কিন্তু সাম্প্রতিককালে সমস্ত ক্ষেত্রেই মহিলারা সমান তালে এগিয়ে চলেছেন। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই মহিলারা নিষ্ঠার সঙ্গে কর্মে নিযুক্ত। আর এ সমস্ত ক্ষেত্রে যে কোনও রকম লিঙ্গ ভেদাভেদ কাম্য নয়। শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলেদের ক্ষেত্রেও এ রকম বাঞ্ছনীয় নয়।’

তিনি তৃতীয় লিঙ্গের মানুষজনের কথাও বলেন। যে কোনও ধরনের লিঙ্গ ভেদাভেদ এবং শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হেনস্তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য রয়েছে ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি সংক্ষেপে আইসিসি।

ড. মুনমুন চক্রবর্তী অসম বিশ্ববিদ্যালয়ের আইসিসি কমিটি এবং এর সদস্যদের বিষয়ে বলতে গিয়ে বলেন, মহিলাদের বিরুদ্ধে কোনও ধরনের হেনস্তার অভিযোগ এই কমিটির কাছে করা যাবে। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দীক্ষারম্ভ এবং লিঙ্গ সমতার কার্যক্রম সমাপ্ত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande