মহারাজা বীর বিক্রমের দূরদর্শিতা আধুনিক ত্রিপুরার ভিত্তি স্থাপন করেছিল : কংগ্রেস
আগরতলা, ১৯ আগস্ট (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করেছে মঙ্গলবার। এই উপলক্ষে আগরতলায় দলীয় সদর দফতরের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা
কংগ্রেস ভবনে অনুষ্ঠান


আগরতলা, ১৯ আগস্ট (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করেছে মঙ্গলবার।

এই উপলক্ষে আগরতলায় দলীয় সদর দফতরের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দলের নেতা ও কর্মীরা দূরদর্শী রাজাকে সম্মান জানাতে জড়ো হয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের নেতারা মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রাজ্যে তাঁর স্থায়ী অবদানের স্বীকৃতি জানান। মহারাজা বীর বিক্রম প্রগতিশীল শাসন এবং শিক্ষার প্রতি অঙ্গীকার ত্রিপুরার উন্নয়নে স্থায়ী ছাপ রেখে গেছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মহারাজা বীর বিক্রমকে ত্রিপুরার রাজকীয় যুগের অন্যতম বিশিষ্ট শাসক হিসাবে দাবি করেন। আশীষ সাহা বলেন, তিনি কেবল একজন রাজাই ছিলেন না, একজন সত্যিকারের শিক্ষাবিদ এবং সংস্কারক ছিলেন। তাঁর জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা আধুনিক ত্রিপুরার ভিত্তি স্থাপন করেছিল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande