হাইলাকান্দিতে সমবায় ক্ষেত্রকে চাঙ্গা করতে জেলা প্ৰশাসনের উদ্যোগ
হাইলাকান্দি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায় ২,৫০০ মেট্রিক টনের দুটি খাদ্য গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্ৰশাসন। আজ সোমবার রাতে হাইলাকান্দিতে জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্য অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়
হাইলাকান্দিতে জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠক


হাইলাকান্দি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায় ২,৫০০ মেট্রিক টনের দুটি খাদ্য গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্ৰশাসন।

আজ সোমবার রাতে হাইলাকান্দিতে জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্য অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত এফসিআই কর্তৃপক্ষকে দুটি গুদাম নির্মাণের জায়গা নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক অভিষেক জৈন।

আজকের বৈঠকে মাল্টিপারপাস ডেইরি, মাল্টিপারপাস ফিশারি এবং কৃষি বিভাগের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র নামের রাসায়নিক সার বিক্রয় কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে জেলাশাসক অভিষেক জৈন জেলায় ৩০টি ডেইরি ফার্ম গঠনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ভেটেরিনারি বিভাগকে নির্দেশ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande