হুগলি, ১৮ আগস্ট (হি.স.): এসএসসি ভবন অভিযানের আগে সোমবার সকাল থেকেই সল্টলেকের করুণাময়ী সামনে পুলিশের বিশাল জমায়েত। এ দিকে আন্দোলনের এক নেতা সুমন বিশ্বাসকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। সূত্রের খবর, এ দিন সকাল থেকে চুঁচুড়া থানার পুলিশ ওই চাকরিহারা শিক্ষকের বাড়িতে দফায় দফায় যায়। যদিও সেখানে ওই নেতার হদিশ মেলেনি। পরে আদিসপ্তগ্রাম স্টেশনে ট্রেনে ওঠার সময়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।
ঘটনাচক্রে ওই নেতা সমাজমাধ্যমে অভিযানের ডাক দিয়ে একটি পোস্ট করেছিলেন। বিধাননগর পুলিশকে এই অভিযান সংক্রান্ত বিষয়ে ইমেল পাঠিয়েছিলেন। রবিবার সে সংক্রান্ত বিষয়ে বিধাননগর পুলিশ সাংবাদিক সম্মেলন করে আশঙ্কা প্রকাশ করে যে, ওই অভিযান ঘিরে হিংসাত্মক কার্যকলাপের পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সে সংক্রান্ত বিষয়ে দু’টি অডিয়ো ক্লিপিংসও প্রকাশ করে বিধাননগর পুলিশ। তাতে দুই ব্যক্তির কথোপকথনের মধ্যে বোমা মারা-সহ একাধিক হিংসাত্মক কার্যকলাপের কথাবার্তা শোনা যায়। ইতিমধ্যে বিধাননগর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিধাননগর পুলিশ জানিয়েছে, ওই অডিয়ো ক্লিপিংসে যে দুই ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাঁদের চিহ্নিত করা হয়েছে। বিধাননগর পুলিশ জানিয়েছে যে, ওই অভিযান কর্মসূচি পালনের কোনও অনুমতি দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরে ব্যান্ডেলের আশ্রম মাঠে সুমন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ । পরিবারের অভিযোগ, শুধুমাত্র আন্দোলনকে স্তব্ধ করার জন্যই ভোর রাত থেকে তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ । যদিও গ্রেফতারের আশঙ্কা করে আগেই বাড়ি ছেড়ে চলে যান ওই চাকরিহারা শিক্ষক । পরিবারের দাবি, পরে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয় ৷ তারপর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি পুলিশের তরফে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ