মুম্বই, ১৮ আগস্ট (হি.স.): আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য বৈঠক আপাতত হচ্ছে না। কিন্তু তার কোনও বিরূপ প্রভাব পড়ল না শেয়ার বাজারে। বরং সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই চাঙ্গা ভাব দেশের শেয়ার বাজারে। সোমবার সকালে লাফিয়ে উঠল ভারতীয় শেয়ার বাজারের সূচক। সোমবার বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স বাড়ে ১০৮৩ পয়েন্ট। নিফটি৫০ বেড়ে হয় ৩৬৯ পয়েন্ট।
এরপর আবার এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সেনসেক্স ১০২১.২৩ পয়েন্ট হয়ে ৮১,৬২৪.৬৯ অঙ্কে পৌঁছয়। নিফ্টি ৩৫০.০৫ পয়েন্ট উঠে হয় ২৪,৯৭৯। মূলত গাড়ি এবং ভোগ্যপণ্য সংস্থাগুলির শেয়ার টেনে তুলেছে সূচককে। মুদ্রার বাজারের লেনদেনের শুরুতে ডলারের নিরিখে টাকাও কিছুটা এগোতে পেরেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ