হিমাচলে বন্ধ ৪০০-র বেশি রাস্তা, ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
শিমলা, ১৯ আগস্ট (হি.স.): বর্ষার বৃষ্টিতে এবার একেবারে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় এযাবৎ বন্ধ রয়েছে ৪০০-র বেশি রাস্তা। হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিগত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটন
হিমাচলে ৩১৩টি রাস্তা এখনও বন্ধ, বিদ্যুৎ বিভ্রাটেও শোচনীয় অবস্থা


শিমলা, ১৯ আগস্ট (হি.স.): বর্ষার বৃষ্টিতে এবার একেবারে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় এযাবৎ বন্ধ রয়েছে ৪০০-র বেশি রাস্তা। হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিগত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং তিনটি ন্যাশনাল হাইওয়ে-সহ ৪০০টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে।

শতদ্রু নদীর স্রোতের কারণে শিমলা জেলার সুন্নি এলাকার তাত্তি-পানির কাছে শিমলা-মান্ডি রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার প্রস্থ ১.৫ মিটারে নেমে এসেছে, যার ফলে যানবাহন চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। কুল্লু জেলার পাগল নালার কাছে অট-লার্গি-সৈঞ্জ সড়কে বিশাল ভূমিধসের ফলে প্রায় ১৫টি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় বৃষ্টি থেকে নিস্তার নেই হিমাচল প্রদেশে। আগামী ২১ আগস্ট পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande