নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জি-র জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। ত্রিপুরার উন্নয়নে তাঁর অনুকরণীয় প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত। জনসেবার প্রতি তাঁর আবেগ, দরিদ্রদের ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার এবং সামাজিক উন্নয়নের প্রতি তাঁর নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে। কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ