নয়াদিল্লি, ১৯ আগস্ট, (হি.স.):প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিবেচনা করে দেখার আর্জি খারিজ। পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর রিভিউ পিটিশনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। আর্জি খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ।
গত ৩ এপ্রিল ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেল মঙ্গলবার।
আদালতের এই নির্দেশের ফলে সকলকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। আবারও পরীক্ষা দিতে হবে তাঁদের। পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলে তবেই স্কুলে চাকরিতে ফিরতে পারবেন। প্রায় ২৬০০০ যে শূন্যপদ রয়েছে এবং নতুন করে যে শূন্যপদ যুক্ত করা হয়েছে, তাতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত