চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হয়েছে চর্চা
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন,
চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হয়েছে চর্চা


নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন, গত বছর কাজানে রাষ্ট্রপতি শি'র সঙ্গে আমার সাক্ষাতের পর থেকে, ভারত-চিন সম্পর্ক একে অপরের স্বার্থ এবং সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার দ্বারা পরিচালিত হয়ে স্থির অগ্রগতি অর্জন করেছে। আমি এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে আমাদের পরবর্তী বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল, অনুমানযোগ্য, গঠনমূলক সম্পর্ক আঞ্চলিক পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande