বিদ্যুৎ বিভ্রাটে মুম্বইয়ে থমকে গেল মনোরেল, তৎপরতার সঙ্গে যাত্রীদের উদ্ধার
মুম্বই, ১৯ আগস্ট (হি.স.): বিদ্যুৎ বিভ্রাটের কারণে মুম্বইয়ে থমকে গেল মনোরেল। মঙ্গলবার মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে আটকে পড়ে মনোরেল, সেই আটকে পড়া মনোরেল থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বিএমসির অতিরিক্ত পৌর কমি
বিদ্যুৎ বিভ্রাটে মুম্বইয়ে থমকে গেল মনোরেল, তৎপরতার সঙ্গে যাত্রীদের উদ্ধার


মুম্বই, ১৯ আগস্ট (হি.স.): বিদ্যুৎ বিভ্রাটের কারণে মুম্বইয়ে থমকে গেল মনোরেল। মঙ্গলবার মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে আটকে পড়ে মনোরেল, সেই আটকে পড়া মনোরেল থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

বিএমসির অতিরিক্ত পৌর কমিশনার অমিত সাইনি বলেন, দমকল বিভাগ এবং পুলিশের দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

সুনীল নামে এক যাত্রী বলেন, আমি বিকেল ৫:৩০ টা থেকে ট্রেনে ছিলাম। উদ্ধার অভিযান শুরু হয় ১ ঘণ্টা পর। ট্রেনে কমপক্ষে ৫০০ জন যাত্রী ছিল। এই ট্রেনটি ৩০ মিনিটের ব্যবধানে এসে পৌঁছয়, তাই পুরো ট্রেনে অতিরিক্ত যাত্রী ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande