নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী ৩ অক্টোবর চালু হবে। মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের মধ্যে সরাসরি মিথস্ক্রিয়া বৃদ্ধি করা এবং এটি ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এই অভিযানের সময় হাজার হাজার বিজ্ঞানী এবং কৃষি বিভাগের কর্মকর্তারা গ্রামে গ্রামে ভ্রমণ করবেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করবেন খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করবেন। তিনি বলেন, সরকার বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং সুস্থায়ী কৃষি প্রবৃদ্ধি প্রচারের উপর জোর দিচ্ছে। মন্ত্রী জানান যে, এই বছরের মে মাসে শেষ অভিযানের সময় এক কোটি ৩৩ লক্ষেরও বেশি কৃষকের সাথে মতবিনিময় করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা