কিশতওয়ার, ১৯ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এখনও চলছে উদ্ধারকাজ। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, সেই সংখ্যাটা প্রায় ৭০। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে মঙ্গলবারও উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, হড়পা বানে ইতিমধ্যেই ৬৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় ৭০ জন। হড়পা বানে ক্ষতিগ্রস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা