অনেকেই এখনও নিখোঁজ, কিশতওয়ারে অব্যাহত উদ্ধারকাজ
কিশতওয়ার, ১৯ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এখনও চলছে উদ্ধারকাজ। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, সেই সংখ্যাটা প্রায় ৭০। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে মঙ্গলবারও উদ্ধারকাজ চালাচ্ছে সেনা
অনেকেই এখনও নিখোঁজ, কিশতওয়ারে অব্যাহত উদ্ধারকাজ


কিশতওয়ার, ১৯ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এখনও চলছে উদ্ধারকাজ। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, সেই সংখ্যাটা প্রায় ৭০। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে মঙ্গলবারও উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, হড়পা বানে ইতিমধ্যেই ৬৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় ৭০ জন। হড়পা বানে ক্ষতিগ্রস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande