কুইটো, ৩ জুলাই (হি.স.): রুদ্ধশ্বাস লড়াইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জয় করল ব্রাজিল। মহিলা কোপা আমেরিকায় একক আধিপত্য ধরে রাখল ব্রাজিল। ৮ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রুদ্ধশ্বাস টাইব্রেকারে জয় তুলে টানা পঞ্চম ও সব মিলিয়ে নবম শিরোপা ঘরে তুলল ব্রাজিল।
ফাইনালে রবিবার নির্ধারিত সময়ের খেলায় ৪-৪ গোলে শেষ করে ব্রাজিল ও কলম্বিয়া। এরপর শিরোপা নির্ধারণী টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।
বিগত আসরের মতো এবারও পারল না কলম্বিয়া। টানা দ্বিতীয়বারের মতো রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
এদিন বল দখল কিংবা আক্রমণে আধিপত্য ছিল ব্রাজিলেরই। ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ২১টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখতে পারে তারা। অন্য দিকে বল দখলে পিছিয়ে থাকলেও জাল খুঁজে নিতে খুব একটা অসুবিধা হয়নি কলম্বিয়াকে। তারাই প্রথম গোল করে এগিয়ে যায়।
১৯৯১-২০০৫, ৩৫ বছরের কোপা আমেরিকার ইতিহাসে ১০ শিরোপার ৯টিই জিতে নিল ব্রাজিল। ২০০৬ আসর বাদ দিয়ে ২০১০ সাল থেকে টানা পঞ্চম শিরোপা জয় করলো ব্রাজিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি