মঙ্গলবার থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে ফিবা এশিয়া কাপ ২০২৫
জেদ্দা, ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে ফিবা এশিয়া কাপের ৩১তম আসর , যেখানে ১৬টি দল শীর্ষ মহাদেশীয় সম্মান অর্জনের জন্য লড়াই করবে। ২০২২ সালের আসরের ফাইনালে লেবাননকে হারিয়ে অস্ট্রেলিয়া এই চতুর্বার্ষিক টুর্নামে
আগামীকাল থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে ফিবা এশিয়া কাপ ২০২৫


জেদ্দা, ৪ আগস্ট (হি.স.): মঙ্গলবার থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে ফিবা এশিয়া কাপের ৩১তম আসর , যেখানে ১৬টি দল শীর্ষ মহাদেশীয় সম্মান অর্জনের জন্য লড়াই করবে।

২০২২ সালের আসরের ফাইনালে লেবাননকে হারিয়ে অস্ট্রেলিয়া এই চতুর্বার্ষিক টুর্নামেন্টের দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন। এদিকে, চীন ১৬টি শিরোপা নিয়ে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে গ্রুপের শীর্ষস্থানীয়রা স্বয়ংক্রিয়ভাবে কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, ২য় এবং ৩য় দল বাকি চারটি স্থান পূরণের জন্য একে অপরের বিরুদ্ধে খেলবে।

কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে উঠবে, যেখানে বিজয়ীরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করার জন্য ফাইনালে নামবে। অন্যদিকে, পরাজিত দলগুলি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

ফিবা এশিয়া কাপ ২০২৫ এর জন্য গ্রুপ:

গ্রুপ এ:

কাতার, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, লেবানন

গ্রুপ বি:

গুয়াম, জাপান, সিরিয়া, ইরান

গ্রুপ সি:

চীন, জর্ডান, ভারত, সৌদি আরব

গ্রুপ ডি:

চাইনিজ তাইপেই, নিউজিল্যান্ড, ইরাক, ফিলিপাইন

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande