কলকাতা, ৪ আগস্ট (হি.স.) : ওভাল টেস্টের শেষ দিনে ক্রিকেট বিশ্ব দেখলো এক রোমাঞ্চকর ক্রিকেট। চতুর্থ দিনের শেষে অঙ্কটা ছিল ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান আর ভারতের দরকার ছিল ৪ উইকেট। বিশেষজ্ঞরা ইংল্যান্ডের জয়ের পাল্লাটাই ভারী এমনটাই ভাবছিলেন।কিন্তু মহম্মদ সিরাজ সেটা হতে দিলেন না। তাঁর আগুনে বোলিংয়ের সামনে পড়েই ইংল্যান্ড ছারখার হয়ে গেল। ভারতের কাছে হার মানতে হলো ইংল্যান্ডকে।
গ্যাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়ে সিরাজ যেমন ভারতকে নাটকীয় জয় এনে দিলেন, তেমনই ইংল্যান্ডকে রেকর্ড রান করে জিততে দিলেন না। ব্যর্থ হল হ্যারি ব্রুক আর রুট সেঞ্চুরি। তবে আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও বাউন্ডারি লাইন অতিক্রম করে গিয়ে খলনায়ক হয়ে গিয়েছিলেন সিরাজ। আর তাতেই বিপর্যয় নেমে এসেছিল ভারতীয় শিবিরে। তবে সে বিপর্যয় এদিন সামাল দিয়ে সিরাজ খলনায়ক থেকে হয়ে গেলেন নায়ক।
এদিন দিনের শুরুতেই স্মিথকে হারায় ইংল্যান্ড। স্কোর বোর্ডে তখন যোগ হয়েছে ১০ রান। আর পরের ১০ রান তুলতেই ইংল্যান্ড হারায় আরও দুই উইকেট। এরপর ভাঙা হাত নিয়েই ব্যাট করতে নামেন ক্রিস ওকস। তাকে নিয়ে এক প্রান্তে একাই লড়াই করে যাচ্ছিলেন অ্যাটকিনসন। তবে শেষ পর্যন্ত আর লড়াই চালাতে পারলেন না তিনি। জয় থেকে যখন মাত্র ৭ রান দূরে ইংল্যান্ড, তখন সিরাজের ওভারের প্রথম বলেই বোল্ড হন অ্যাটকিনসন। আর তাতেই ৬ রানের নাটকীয় জয় পায় ভারত। আর এই জয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের জয়ের নজির হয়ে থাকল।
এ দিন সকালে মাত্র ৯.৩ ওভারেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় ভারত। তার মধ্যে সিরাজ একাই নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে মোট ৫ উইকেট শিকার করলেন ডানহাতি এই পেসার। আগের ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। আজ একটি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি