ফ্লোরিডা, ৩ জুলাই (হি.স.): লিওনেল মেসি আবারও চোট পেয়েছেন। ফ্লোরিডার চেইস স্টেডিয়ামে শনিবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর নেকাক্সার বিপক্ষে লড়াই করে মেসির মায়ামি ম্যাচ জিতল বটে কিন্তু ম্যাচের ১১ মিনিটে ইনজিওর হয়ে মেসির মাঠ ছাড়াটা চিন্তায় রাখলো মায়ামিকে সেই সঙ্গে মেসিকেও।
এই ম্যাচে রদ্রিগো দে পল জোড়া অ্যাসিস্ট করেছেন। ২-২ ড্রয়ের পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলের জয় মিয়ামিকে তুলে দেয় লিগস কাপের পরের রাউন্ডে।
চোট পাওয়ার পর মেসির ডান পায়ের ঊরুর ওপরের অংশ বা কুঁচকির দিকে সমস্যা দেখা যায়। চিকিৎসকেরা এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মেসি নিজেই ধীরে ধীরে হেঁটে ড্রেসিংরুমে যান।
ঘটনাটি ঘটে ম্যাচের ১১ মিনিটে, যখন মেসি বল নিয়ে নেকাক্সার রক্ষণভাগে ঢুকছিলেন। তিনি টপ অব দ্য বক্সে গিয়ে নেকাক্সার ডিফেন্ডার আলেক্সিস পেনার সঙ্গে ধাক্কা খান। এরপর মাটিতে পড়ে গিয়ে হতাশায় ঘাসে ঘুষি মারেন।
ম্যাচের পর ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘ মেসি অস্বস্তি অনুভব করেছে ঠিকই, কিন্তু কী হয়েছে সেটা আমরা দু একদিন পর জানতে পারব। হয়তো কিছু একটা হয়েছে, তবে খুব বড় কিছু নয়। কারণ ওর ব্যথা খুব বেশি ছিল না। কিন্তু টান অনুভব করেছে।’
২০২৩ সালে মেসির হাত ধরেই ইন্টার মিয়ামি লিগস কাপের প্রথম শিরোপা জিতেছিল। ২০২৫ সালের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পুমাসের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। তবে মেসিকে পাওয়া যাবে কি না, সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি