নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ ও নির্বাচন কমিশন সম্পর্কে উপর্যুপরি আক্রমণ নিয়ে এবার কংগ্রেস ও আরজেডি-কে আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র।
তিনি বলেছেন, সর্বোচ্চ নেতার দু'টি এপিক নম্বর, তাহলে কার্যকর্তাদের অবস্থা ভাবুন। এই কারণেই কি তারা এসআইআর-কে ভয় পাচ্ছে? কল্পনা করুন এই কংগ্রেস এবং আরজেডি নেতা এবং তাদের কর্মীরা, যারা বুথ দখল করত এবং গুন্ডামির ভিত্তিতে জিতত, তাদের পুরো খেলা উন্মোচিত হয়ে গিয়েছে।
বিজেপি মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র আরও বলেছেন, তেজস্বী যাদব দু'টি জায়গায় ভোট দিয়েছেন। তাহলে ভাবুন তার দলের কর্মীরা কী করছেন। এই কারণেই তিনি এতটা বিরক্ত... তেজস্বী যাদব কি ২০২০ সালের বিধানসভা নির্বাচনে মনোনয়নের সময় ভুল হলফনামা দাখিল করেছিলেন? তিনি কি শপথ নিয়ে মিথ্যা কথা বলেছিলেন?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা