নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান প্রয়াত শিবু সোরেনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শিবু সোরেনের মরদেহে শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী মোদী। শিবুর ছেলে হেমন্তকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনজির প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানো হয়েছে। তাঁর সমগ্র জীবন আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে নিবেদিত ছিল, যার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা